সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি
আহমেদ আজমঃ সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা বাতিল ও জামিনের আবেদনের শুনানি চলাকালে হাইকোর্টে হট্টগোলের ঘটনা ঘটেছে। রাষ্ট্রপক্ষ ও আবেদনকারীর আইনজীবীদের মধ্যে কথাকাটাকাটি একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী রোববার (১৭ আগস্ট) দিন ধার্য করেছেন।
আদালতের আদেশ
সোমবার (১১ আগস্ট) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে উপস্থিত আইনজীবীরা
আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন:
এম কে রহমান
মনসুরুল হক চৌধুরী
কামরুল হক সিদ্দিকী
জেড আই খান পান্না
মনজিল মোরসেদ
শেখ আওসাফুর রহমান বুলু
মোহাম্মদ মোহসীন রশিদ
মোতাহার হোসেন সাজু
সৈয়দ মামুন মাহবুব
এবিএম সিদ্দিকুর রহমান
রাষ্ট্রপক্ষে ছিলেন:
ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ
সহকারী অ্যাটর্নি জেনারেল উজ্জ্বল হোসেন
জসিম উদ্দিন
শাফওয়ান করিম
এমরান খান রবিন
ইব্রাহিম খলিল
হট্টগোলের বিবরণ
বিকেল ৩টা ১০ মিনিটে শুনানি শুরু হলে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। আবেদনকারী পক্ষ দাবি করেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন আক্রান্ত হয়েছেন এবং একজন নারী আইনজীবীসহ কয়েকজনকে ধাক্কা দেওয়া হয়েছে।
মামলার পটভূমি
২০২৫ সালের ৬ জুলাই, রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার বাবা আলাউদ্দিন যাত্রাবাড়ী থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই মামলায় খায়রুল হককেও আসামি করা হয়।
গ্রেপ্তার ও জামিন আবেদন
২৪ জুলাই সকাল: ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
রাতেই: তাকে কারাগারে পাঠানো হয়
৩১ জুলাই: মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া জামিন আবেদন নামঞ্জুর করেন
আইনজীবী মোনায়েম নবী শাহিন জামিন চেয়ে শুনানি করেন।তিনি আদালতে বলেন: “হয়রানি করার জন্য তাকে মামলায় গ্রেফতার করা হয়েছে। ঘটনার এক বছর পর মামলা দায়ের করা হয়েছে, যার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই।”
তিনি আরও জানান: খায়রুল হক ২০১১ সালের ১৭ জুন প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন। ঘটনার দিন তিনি পুলিশ পাহারায় নিজ বাসায় ছিলেন। তার বয়স ৮১ বছর, তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত।
অন্যান্য মামলা
২৯ জুলাই: নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে বেআইনি রায় দেওয়ার অভিযোগে ভার্চুয়ালি গ্রেফতার দেখানো হয়
শাহবাগ থানায়: জাল রায় তৈরির অভিযোগে আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠান
0 Response to "সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি"
একটি মন্তব্য পোস্ট করুন